
অ্যামাজন একটি নতুন AI শপিং এজেন্টের পরীক্ষা শুরু করেছে, যার নাম “Buy for Me”, এবং এটি বর্তমানে কিছু নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার একটি ব্লগ পোস্টে জানিয়েছে কোম্পানিটি।এই ফিচারটি তখনই কাজ করবে যখন কোনো পণ্য অ্যামাজনের নিজস্ব প্ল্যাটফর্মে পাওয়া যাবে না। তখন “Buy for Me” ব্যবহারকারীদেরকে অন্যান্য ওয়েবসাইটে বিক্রি হওয়া সেই পণ্যের লিংক দেখাবে। ব্যবহারকারীরা সেখান থেকে একটি পণ্য নির্বাচন করে অনুরোধ করতে পারবেন—তাও আবার অ্যামাজন শপিং অ্যাপ ছাড়াই অন্য কোনো সাইটে না গিয়েই।
এই নতুন ফিচারটির মাধ্যমে অ্যামাজন যোগ দিচ্ছে OpenAI, Google, এবং Perplexity-এর মতো অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কাতারে, যারা ইতোমধ্যে AI শপিং এজেন্ট উন্মোচন করেছে। যদিও অ্যামাজন আগে থেকেই বেশিরভাগ মানুষের অনলাইন কেনাকাটার প্রিয় গন্তব্য, তবে Buy for Me ফিচারটির মাধ্যমে তারা আরও বেশি ই-কমার্স বাজার দখল করতে চাচ্ছে।
কীভাবে কাজ করে এই AI এজেন্ট?
অ্যামাজনের AI এজেন্টটি ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী তৃতীয় পক্ষের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পণ্যটি নির্বাচন করবে এবং ব্যবহারকারীর নাম, শিপিং ঠিকানা ও পেমেন্ট তথ্য পূরণ করে অর্ডার সম্পন্ন করবে।এই ফিচারটির পেছনে কাজ করছে অ্যামাজনের নিজস্ব Amazon Nova AI মডেল এবং Anthropic-এর Claude। সম্ভবত এই মডেলগুলোর একটি হচ্ছে Nova Act, যেটি অ্যামাজন সম্প্রতি উন্মোচন করেছে এবং যেটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট ব্যবহার করতে পারে।
নিরাপত্তা ও গোপনীয়তা
অ্যামাজন জানিয়েছে, Buy for Me ফিচারটি ব্যবহারকারীর বিলিং তথ্য তৃতীয় পক্ষের ওয়েবসাইটে এনক্রিপশনের মাধ্যমে নিরাপদভাবে সংযুক্ত করে, ফলে অ্যামাজন নিজে ওই অর্ডারের বিস্তারিত দেখতে পায় না।এটি OpenAI ও Google-এর এজেন্টদের থেকে আলাদা, কারণ তারা ব্যবহারকারীদের নিজেদের ক্রেডিট কার্ড তথ্য নিজে ইনপুট করতে বলে। অন্যদিকে, Perplexity-এর AI এজেন্ট একটি প্রিপেইড ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করে।
চ্যালেঞ্জ ও প্রশ্ন
তবে এই প্রক্রিয়ায় কিছু ব্যবহারকারী হয়তো দ্বিধায় পড়বেন—AI যদি ভুল করে ১০ জোড়া মোজার বদলে ১,০০০ জোড়া অর্ডার করে ফেলে, তখন কী হবে? এছাড়া, রিটার্ন বা এক্সচেঞ্জ করতে চাইলে ব্যবহারকারীকে যেতে হবে সেই নির্দিষ্ট তৃতীয় পক্ষের ওয়েবসাইটে, যেখান থেকে AI এজেন্টটি অর্ডার করেছে।TechCrunch-এর অভিজ্ঞতা অনুযায়ী, AI শপিং এজেন্টরা অনেক সময় ধরে প্রসেসিং করে এবং মাঝপথে আটকে যেতে পারে।তাই এখন দেখার বিষয় হলো, কতজন ব্যবহারকারী এই ঝুঁকি নিয়ে Buy for Me ফিচার ব্যবহার করতে আগ্রহী হন।
আপনি কী এই AI-নির্ভর শপিং এজেন্ট ব্যবহার করতে আগ্রহী? মতামত জানান মন্তব্যে!