কম বাজেটের মধ্যে সেরা ফোন: infinix hot 10s
Infinix তাদের নিউ মডেলের আর একটি নতুন ফোন infinix hot 10s লঞ্চ করেছে। ফোনটি চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফোনটিতে থাকেব ৪৮ মেগা পিক্সেলের মেইন ক্যামেরাসহ ট্রিপল ক্যামেরার সেটআপ। সাথে থাকছে ৬০০০ এমএএইচ এর হিউজ ব্যাটারি ব্যাকআপ।
ফোনটিটে যা যা থাকছে:
ডিসপ্লে ও বডি:
ফোনটি তে থাকছে ৬.৮২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে। যার এসপেক্ট রেশিও ২০:৯ এর এর রেজুলেশন ৭২০*১৬৪০ পিক্সেল। ফোনটির পিপিআই ডেনসিটি ২৬৩ এবং বডি ডাইমেনশন হচ্ছে ১৭১.৫*৭৭.৫*৯.২ মিলিমিটার। সাথে থাকছে ডুয়েল সিমের সুবিধা।
হার্ডওয়্যার ও সফটওয়্যার:
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে এ্যান্ড্রয়েড ১১ সাপোর্ট। মিডিয়াটেকের হেলিও জি ৮৫টি ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা অক্টাকোর প্রসেসর থাকছে ফোনটিতে। জিপিইউ হিসেবে থাকছে মালী জি ৫২ এম সি২। ফোনটি ৪টি ভেরিয়েন্টে পাওয়া যাবে-
৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৪ জিবি র্যাম
৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৬ জিবি র্যাম
১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৪ জিবি র্যাম
১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৬ জিবি র্যাম ।
ক্যামেরা:
ফোনটির ব্যাক সাইটে থাকেছে ট্রিপল ক্যামেরার সেটআপ। ৪৮ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা, ৮ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২মেগা পিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা । আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
ব্যাটারি -চার্জার এবং অন্যান্য:
ফোনটিতে থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আরও থাকছে ১৮ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এম এম হেডফোন জ্যাক। ফোনটি পাওয়া যাচ্ছে ৩ টি কালার ভেরিয়েন্ট এ । একটি হলো পার্পল কালার এবং আরেকটি হলো গ্রীন কালার এবং আরেকটি হল ব্ল্যাক কালার ।

