বাংলাদেশের স্বাস্থ্যসেবাবিষয়ক স্টার্টআপ মেড ইজি ৭ লাখ ৫০ হাজার ডলারের সিড ফান্ড পেয়েছে। যেসব প্রতিষ্ঠান মেড ইজিকে এই তহবিল জুগিয়েছে, সেগুলো হলো সিডস্টার্স ইন্টারন্যাশনাল ভেঞ্চার্স, দোহা টেক অ্যাঞ্জেলস (ডিটিএ), স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, অ্যাকসিলারেটিং বাংলাদেশ, অ্যাকসিলারেটিং এশিয়া ও এনভেঞ্চার্স।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকনিএশিয়া এই সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে বলা হয়েছে, ওষুধের প্রাপ্যতা নিশ্চিত ও সরবরাহের সময় কমিয়ে আনার অংশ হিসেবে এই বিনিয়োগের বড় একটি অংশ সরবরাহব্যবস্থা, প্রযুক্তি ও তথ্য-উপাত্ত ব্যবহারের সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করবে মেড ইজি।
দেশের স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপের জগতে মেড ইজির সঙ্গে আরও কাজ করছে আরোগ্য ও বাংলামেড (চালডাল অধিগ্রহণ করেছে)। তবে এদের সঙ্গে মেড ইজির পার্থক্য হলো, যাঁদের দীর্ঘস্থায়ী রোগ আছে, মেড ইজি তাঁদের সেবা দিয়ে থাকে।
এ ছাড়া মেড ইজি বিশ্বাস করে, তাদের মজুত ব্যবস্থাপনা ও বিকেন্দ্রীকৃত বিতরণ নেটওয়ার্কের কারণে প্রতিযোগীদের তুলনায় তাদের সরবরাহ সময় অনেক কম। এমনকি প্রতিযোগীরা ওষুধ সরবরাহের ক্ষেত্রে মেড ইজির চেয়ে চার গুণ বেশি সময় নেয় বলে টেকনিএশিয়ার সংবাদে বলা হয়েছে।
মেড ইজি মূলত চিকিৎসকদের সঙ্গে রোগীদের ভিডিও কলে সাক্ষাৎকারের ব্যবস্থা করে এবং সেই সঙ্গে ওষুধ সরবরাহ করে। ২০২০ সালে এর কার্যক্রম শুরু হয়। তাদের দাবি, গত তিন বছরে দেড় লাখ মানুষ তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেছে।
টেকনিএশিয়ার সংবাদে আরও বলা হয়েছে, দেশের মানুষের স্বাস্থ্যসেবায় যত ব্যয় হয়, তার ৭০ শতাংশই রোগীদের ব্যক্তিগতভাবে বহন করতে হয়। দেশে যে তিন কোটি মানুষ বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট।