
মেটা তাদের জনপ্রিয় Llama AI (Llama.com) মডেল সিরিজের নতুন সংস্করণ Llama 4 বাজারে এনেছে – এবং তা আবার একদম শনিবারে! এই নতুন ভার্সনে চারটি আলাদা মডেল রয়েছে: Llama 4 Scout, Llama 4 Maverick, এবং Llama 4 Behemoth (যেটি এখনো তৈরি হচ্ছে)।মেটা জানায়, এসব মডেলকে প্রচুর লেখার তথ্য, ছবি ও ভিডিও দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা ছবি বোঝার ক্ষমতাসহ আরও উন্নত হয়ে ওঠে।চীনের AI কোম্পানি DeepSeek-এর কিছু ওপেন মডেল মেটার আগের মডেলের চেয়েও ভালো পারফর্ম করায়, মেটা তড়িঘড়ি করে নতুন উন্নয়ন শুরু করে।Scout ও Maverick এখন মেটার ওয়েবসাইট এবং Hugging Face-এর মতো প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তবে Behemoth এখনো তৈরি হচ্ছে।

মেটা জানিয়েছে, WhatsApp, Messenger এবং Instagram-এর মতো অ্যাপে ব্যবহৃত Meta AI-তে এখন Llama 4 যুক্ত করা হয়েছে (৪০টি দেশে)। কিন্তু এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় ছবি ও ভিডিও বিশ্লেষণের মতো ফিচার চালু আছে।
তবে ইউরোপিয়ান ইউনিয়নের (EU) আইন অনুযায়ী, ইউরোপে বসবাসরত ব্যক্তি বা কোম্পানিগুলো এই মডেলগুলো ব্যবহার বা বিতরণ করতে পারবে না। আবার, যেসব কোম্পানির প্রতি মাসে ৭০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে, তাদের জন্য আলাদা লাইসেন্স প্রয়োজন – এবং সেটি মেটা ইচ্ছা অনুযায়ী দিতে পারে বা নাও পারে।
Llama 4-এর সবচেয়ে বড় নতুনত্ব হলো, এগুলোতে Mixture of Experts (MoE) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সহজ করে বললে, এটি এমন এক পদ্ধতি যেখানে মডেল বিভিন্ন ছোট ছোট “বিশেষজ্ঞ” অংশে কাজ ভাগ করে নেয়, যাতে দ্রুত এবং কম শক্তিতে কাজ করা যায়। উদাহরণস্বরূপ, Maverick মডেলটিতে ৪০০ বিলিয়ন প্যারামিটার থাকলেও, একসাথে সক্রিয় থাকে মাত্র ১৭ বিলিয়ন। এটি চ্যাট ও ক্রিয়েটিভ লেখার মতো কাজের জন্য ভালো। Scout মডেলটিও ১৭ বিলিয়ন অ্যাকটিভ প্যারামিটারসহ বড় বড় ডকুমেন্ট পড়া, কোড বিশ্লেষণ ইত্যাদিতে দক্ষ।Scout চালানো যায় মাত্র একটি Nvidia H100 GPU দিয়ে, যেখানে Maverick চালাতে লাগে শক্তিশালী DGX সিস্টেম।Behemoth-এর কথা বলতে গেলে, এটি এখনো প্রস্তুত নয়, তবে মেটা বলছে এতে প্রায় ২ ট্রিলিয়ন প্যারামিটার থাকবে এবং এটি জটিল গণিত বা বিজ্ঞানের সমস্যায় অন্য সব মডেলকে পেছনে ফেলবে।তবে Meta স্বীকার করেছে, এদের কোনো মডেলই এখনো OpenAI-এর “reasoning” মডেলের মতো নয়, যেগুলো প্রশ্নের সত্যতা যাচাই করে উত্তর দেয়।

আরেকটি বড় পরিবর্তন হলো, Llama 4 মডেলগুলো এখন অনেক বেশি “সংবেদনশীল” বা “বিতর্কিত” প্রশ্নের উত্তর দেয়, যেগুলো আগের মডেলগুলো এড়িয়ে যেত।Meta বলছে, নতুন মডেলগুলো এখন বেশি নিরপেক্ষ এবং ন্যায্যভাবে উত্তর দেয়, কোনও পক্ষপাত ছাড়াই।এই পরিবর্তন এসেছে এমন সময়, যখন মার্কিন রাজনীতিতে AI নিয়ে পক্ষপাতের অভিযোগ উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ অনেকে এবং এলন মাস্কের মতো ধনী ব্যক্তি AI মডেলগুলোকে “ওয়োক” বা পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন। তবে, প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ নিরপেক্ষ AI তৈরি করাটা এখনো অনেক চ্যালেঞ্জের বিষয়।তবুও, Meta এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এখন এমন AI বানানোর চেষ্টা করছে, যেগুলো আরও বেশি প্রশ্নের উত্তর দিতে পারে এবং সব দৃষ্টিভঙ্গিকে সমানভাবে বিবেচনা করে।
