
Amazon তাদের উন্নত ভার্সনের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট Alexa+ মার্চ মাসের শেষের দিকে চালু করেছে। কিন্তু অনেক ব্যবহারকারী হতাশ, কারণ Amazon যেসব স্মার্ট ফিচার ইভেন্টে দেখিয়েছিল, সেগুলোর বেশিরভাগ এখনো চালু হয়নি।রিপোর্ট অনুযায়ী, Alexa+ এখনো Grubhub-এর মতো অ্যাপে খাবার অর্ডার দিতে পারে না কিংবা ছোটদের জন্য গল্প বানাতেও অক্ষম। এমনকি এটি এখনো কাউকে চিনে তার জন্য নির্দিষ্ট কাজ মনে করিয়ে দেওয়ার মতো কাজও করতে পারে না। উপহারের আইডিয়া দেওয়া বা চিন্তাভাবনা করে সাজেশন দেওয়ার মতো ফিচারগুলোও অনুপস্থিত।কিছু ফিচার যেমন উবার অর্ডার দেওয়া বা রান্নার পরামর্শ পাওয়া—এসব ধীরে ধীরে কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য চালু হচ্ছে। তবে এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি।Amazon আগেই ঘোষণা দিয়েছিল যে Alexa+ এর জন্য একটি ওয়েব অ্যাপও আসবে। কিন্তু এখনো সে অ্যাপটি ঠিক কবে আসবে, তা জানায়নি কোম্পানিটি।শোনা যাচ্ছে, Alexa+ শুরু থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষ করে এর পিছনের এআই সিস্টেম নিয়ে। আর তাই এখনো পুরোপুরি প্রস্তুত নয় এই নতুন ভার্সনটি।