HMD Global নিয়ে এলো কম দামে Nokia G10 এবং Nokia G20 মডেলের দুটি ফোন।
Abu Sayedএপ্রিল ১৯, ২০২১0

HMD Global তার G সিরিজের দুটি ফোন অ্যান্ড্রয়েড ১১ এর সাথে রাজারে নিয়ে আসছে।
HMD Global তার যে নতুন দুটি ফোন লঞ্চ করেছে সিরিজ দুটি হচ্ছে Nokia G10 এবং Nokia G20। সংস্থাটি ইভেন্টে জানিয়েছে Nokia X10 এবং Nokia X20 বাজারে আসছে। Nokia G10 এবং Nokia G20 অ্যান্ড্রয়েড ১১ এর সাথে রান করবে। HMD Global দাবি করছে ফোন দুটির ব্যাটারি লাইফ ৩ দিন পর্যন্ত পাওয়া যাবে। বর্তমানে ফোন দুটি ইউরোপের বাজারে লঞ্চ করা হয়েছে। ইউরোপের বাহিরে ইন্ডিয়া ও বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসবে এ সম্পর্কে কিছু্ই জানায়নি। এবং দাম সম্পর্কেও কিছু বলেনি। তবে খুব দ্রুত জানা যাবে আশা করা যায়।
Nokia G10 স্পেসিফিকেশন:
নোকিয়া জি ১০ ফোনটিতে ৬.৫ ইঞ্চির HD+ এ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের Aspect Ratio 20:9। ফোন ২.০ গিগাহার্টাজ মিডিয়াটেক G25 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি দুটি ভেরিয়েশনে পাওয়া যাবে ৩জিবি র্যাম ৩২ জিবি স্টোরেজ এবং ৪জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ড এর মাধ্যমে স্টোরেজ বারানো যাবে।
এবার জেনে নেয়া যাক ক্যামরা সম্পর্কে। Nokia G10 এ ট্রিপল ক্যামরার সেটআপ দেওয়া হয়েছে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রা ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরের ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া। ক্যামেরায় নাইট মুড এবং পোট্রেট মুডের সপোর্ট রয়েছে। ফোনে কানেক্টিভিটির জন্য ফোনটিতে ওয়াই-ফাই 802.11 বি/জি/এন, ব্লুটুথ 5.0, জিপিএস / এ-জিপিএস, গ্লোনাস, 3.5mm অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি এর মতো ফিচার রয়েছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য একটি 5050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। নোকিয়ার এই ফোন অ্যান্ড্রয়েড 11 এর সাথে আসে এবং সংস্থা দাবি করেছে যে এটি দুটি বছরের জন্য অ্যান্ড্রয়েড এবং 3 বছরের জন্য সিউরিটি আপডেট পাবে।
NOKIA G20 স্পেসিফিকেশন:
নোকিয়া G20 অ্যান্ড্রয়েড 11 OS এ রান করবে এবং HMD Global জানিয়েছে যে ফোনে দুই বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। স্মার্টফোনে 6.5 ইঞ্চি এইচডি+ নচ ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের আসপেক্ট রেশিও 20:9। ফোনে 2.3 গিগাহার্টজ মিডিয়াটেক G35 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনের 4 জিবি এর পাশাপাশি স্টোরেজের জন্য 64 জিবি এবং 128 জিবি-র সাপোর্ট পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে 512 জিবি করা যাবে। নোকিয়া G20 ফোনে কোয়ার্ড ক্যামেরার সেটআপ থাকবে। অ্যাপারচার f/1.79 এর সাথে 48 মেগাপিক্সেল প্রাইমারি, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া। ফোনে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ক্যামেরা নাইট মোড, পোট্রেট মোড এবং OZO অডিও সপোর্ট করে। ফোনে কানেক্টিভিটির জন্য, ব্লুটুথ 5.0, ওয়াই-ফাই 802.11 বি/জি/এন, জিপিএস, এ-জিপিএস, গ্লোনাস এর মতো ফিচার দেওয়া হয়েছে। নোকিয়া G20 ফোনে ইউএসবি টাইপ-সি, 3.5mm অডিও জ্যাক রয়েছে। ফোনে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য একটি আলাদা বোতাম রয়েছে। এছাড়াও এফএম রেডিও, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IPX2 রেটিং দেওয়া ফোনে। স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি ইন্ডিয়া ও বাংলাদেশের বাজারে খুব দ্রুত লঞ্চ করবে বলে আশা করা য়ায়।

